শুক্রবার ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ    মালয়েশিয়ান শ্রমবাজারে জনশক্তি পাঠানো বন্ধ হবে না     নির্বাচন কমিশনের প্রতি ভোটার ও প্রার্থীদের বিশ্বাস জন্মেছে : ইসি     বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী    দেশের ১৫৭টি উপজেলায় আগামী ২১ মে সাধারণ ছুটি    সিএএ আইনে ১৪ জনকে নাগরিকত্ব দিল বিজেপি সরকার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মোস্তাফিজ চলে যাওয়ায় হতাশ চেন্নাই কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১২:৫৮ পিএম আপডেট: ০২.০৫.২০২৪ ১:০৩ পিএম | অনলাইন সংস্করণ

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়েই চলতি আইপিএলে ইতি টানলেন মোস্তাফিজ রহমান। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবির ছাড়ছেন টাইগার এ পেসার। ফিজ এমন এক সময়ে দল ছাড়ছেন, যখন প্লে-অফের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে চোটজর্জর ও ছন্দহীন বোলিং ইউনিট নিয়েও আসরের মাঝপথে এসে দুশ্চিন্তায় ইয়েলো আর্মিরা। 

আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে মোটাদাগে দারুণ ছন্দে ছিলেন ফিজ। এবারের টুর্নামেন্টে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোস্তাফিজ নিজের সর্বশেষ ম্যাচে গতকাল উইকেট না পেলেও ছাপ রেখে গেছেন ঠিকই। পাঞ্জাবের বিপক্ষে এক মেইডেনসহ চার ওভারে খরচ করেন মোটে ২২ রান। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরটাও স্মরণীয় করে রাখলেন ফিজ। এবারের আইপিএলে হলুদ জার্সিতে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন। 



মোস্তাফিজের বিদায় বেশ ভোগাবে চেন্নাইকে। নতুন বলে এবং স্লগ ওভারে বেশ কার্যকর ছিলেন টাইগার পেসার। দলের প্রয়োজনের মুহূর্তে মোস্তাফিজকে ব্যবহার করে প্রায় প্রতি ম্যাচেই সাফল্য পেয়েছেন রুতুরাজরা। এমন পেসারের ঘাটতি পূরণ একটু কঠিনই বটে। এর মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে দলের বাকি বোলারদের চোট ও অসুস্থতা।

গতকাল তুষার দেশপান্ডে ও মাথিশা পাথিরানার মতো গুরুত্বপূর্ণ দুই পেসারকে ছাড়াই খেলতে নেমেছিল চেন্নাই। পরে জানা যায়, দুজনই ফিট নন খেলার জন্য। এ ছাড়া ম্যাচ চলাকালে মাঠ ছাড়েন আরেক পেসার দীপক চাহার। অন্যদিকে, ডেভন কনওয়ের বদলি হিসেবে দলে নতুন অন্তর্ভুক্তি ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন। তবে মূলত মোস্তাফিজ চলে গেলে যাতে শূন্যস্থান পূরণ করা যায়, এ কারণে কোনো ব্যাটারের পরিবর্তে গ্লিসনের মতো পেসারকে নেওয়া হয়েছিল। সেই গ্লিসন নিজের প্রথম ম্যাচে খুব আহামরি কিছু করে দেখাতে পারেননি।

পাঞ্জাবের কাছে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চেন্নাই কোচ ফ্লেমিং বলেন, 'খেলোয়াড়দের ভ্রমণ নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। দীপক চাহারকে দেখে ভালো মনে হচ্ছে না। তার আরও রিপোর্টের অপেক্ষা করছি। ফিজিও-চিকিৎসকরা দেখভাল করছে। শ্রীলঙ্কার ছেলেরাও খেলতে পারেনি। আশা করছি দ্রুতই সেরে উঠবে। তাদের পরের ম্যাচে পাওয়ার আশা করছি। তুষারের ঠাণ্ডাজ্বরের সমস্যা রয়েছে। তাই একাদশে কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়েছি। গ্লিসন ভালোই করেছে। সে পজিটিভ। ফিজকে হারিয়ে ফেলা খুবই হতাশাজনক।'

প্লে-অফের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ ছাড়া একাদশেও একাধিক পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। তবে এসব বাস্তবতা মেনে নিয়েই এগিয়ে যেতে চান ফ্লেমিং। তিনি বলেন, 'তবে এটাই ক্রিকেটের অংশ। আমাদের আবার বসতে হবে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]