প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১০:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
বাস বা ট্রাকের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার সময় তানজিনা আক্তার (২৫) নামের দুই সন্তানের জননীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল থানাধীন মেরেঙ্গা বাজারে বাস ও ট্রাকের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যার প্রস্তুতি নেওয়ার সময় নান্দাইল থানার এসআই শাহিদুল ইসলামসহ এক দল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে নান্দাইল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মজিদ তানজিনার কাছে আত্নহত্যার কারন জানতে চাইলে তানজিনা জানান গত দেড় বছর আগে দুইটি মেয়ে সন্তান রেখে তার স্বামী মারা যায়। স্বামীর মৃত্যুর পর গত ১ বছর ধরে জামালপুরের সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতিতে সাইফুলের সাথে দেখা সাক্ষাৎসহ সবই হয়েছে তানজিনার। সাম্প্রতিক বেশ কিছু দিনধরে সাইফুল তাকে এড়িয়ে চলছে। সাইফুলের সাথে প্রেমের ঘটনা নিয়ে পরিবারের লোকজনও তানজিনার উপর চরম ক্ষিপ্ত। কোন উপায় না দেখে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তানজিনা।
তানজিনা আক্তার কিশোরগঞ্জ সদর থানাধীন মাইশকান্দা এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের মেয়ে।
নান্দাইল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মজিদ জানান, তানজিনার কথাগুলো শুনে তাকে সর্বাত্বক সহায়তা করার আশ্বাস প্রদান করি। আত্মহত্যা মহা পাপ ও আত্মহত্যার কুফল প্রসঙ্গে অবগত করি।আমার কথাগুলো শুনে তানজিনা আক্তার আর কখনো আত্মহত্যা করবেনা বলে অঙ্গীকার করেন। পরে তার পরিবারের লোকজনকে খবর দিয়ে থানায় এনে তানজিনাকে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেয়া হয়েছে।