প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
মিরসরাইবাসীর নিকট দোয়া চেয়েছেন চট্টগ্রাম-০১ (মিরসরাই ২৭৮ নং আসন) থেকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব-উর রহমান রুহেল। তিনি দীর্ঘদিন ধরে মীরসরাই উপজেলাজুড়ে মুক্তিযোদ্ধা পরিবার এবং আওয়ামী লীগের পক্ষে নিভিড়ভাবে কাজ করেছেন। ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে ডিজিটাল বাংলাদেশের নেপথ্যে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ মাহবুব-উর রহমানকে মূল্যায়িত করেছেন বলে এলাকাবাসী মনে করছে।
এলাকাবাসীর নিকট দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি মনের ভাব প্রকাশ করে লিখেন-
প্রিয় মিরসরাইবাসী, আসসালামু আলাইকুম /আদাব,
আমি আপনাদের সন্তান মাহবুব উর রহমান (রুহেল) দীর্ঘ ২০ বছর আপনাদের সেবা ও মিরসরাই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে প্রত্যক্ষ ও নিবিড়ভাবে যুক্ত ছিলাম, আছি। আমার পূর্ব পুরুষ মরহুম এফ রহমান (তৎকালীন ধুম ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমার দাদা মরহুম সৈয়দুর রহমান (পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য), আমার বাবা দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক এ ভূষিত, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি অদ্যবদি বটবৃক্ষের মত আপনাদের পাশে আছেন।
সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সন্তান হিসেবে দীর্ঘদিন মিরসরাইতে কাজ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। বৃহৎ পরিসরে কাজ করার জন্য তিনি এবার আমাকে সুযোগ করে দিয়েছেন।
এই সুযোগকে কাজে লাগিয়ে আমি সন্ত্রাস-চাঁদাবাজ-মাদকমুক্ত, শিল্প কৃষিসমৃদ্ধ-পরিবেশবান্ধব স্মার্ট মিরসরাই গড়ে তুলতে চাই আপনাদের সাথে নিয়ে।