বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৭:১৭ পিএম | অনলাইন সংস্করণ
খুলনা জেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ১৬৫ নং পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা গোল্ডকাপের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদ শ্যামনগর, উপজেলা প্রশাসন শ্যামনগর, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ প্রমুখ।
প্রধান শিক্ষক অনিমেষ কুমার মৃধা বলেন, স্কুলের ছাত্র ছাত্রীরা লেখা পড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ জেলা পর্যায়ে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।