প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৫:০৭ পিএম | অনলাইন সংস্করণ
বিএনএস গ্রুপ অব কোম্পানিজের প্রায় ৮ কোটি টাকা আত্মসাৎ এর ঘটনার একটি মামলায় আতিকুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে কদমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আতিকুল্লাহ বিএনএস গ্রুপ অব কোম্পানিজে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় প্রায় ৮ কোটি টাকা তিনি আত্মসাৎ করেন।
এ ঘটনায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান জনাব এম এইচ বুলু সিআর মামলা করেন। মামলা নং 210/2020 এ ঘটনায় গ্রেফতারি পরোয়ান জারি হয় আতিকুলার বিরুদ্ধে। তার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে কদমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।