প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ৯:১৫ পিএম | অনলাইন সংস্করণ
নরসিংদী রায়পুরা উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন ঠেকাতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবহিকতায় সম্প্রতি অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার জব্দ করেন এবং অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসনের এমন তৎপর ভূমিকায় সচেতন মহলে ব্যাপক সারা জাগিয়েছে। সাধুবাদ জানান সহকারী কমিশনার শফিকুল ইসলামকে।
এছাড়াও শফিকুল ইসলাম রায়পুরা উপজেলায় যোগদানের পর কমেছে বিভিন্ন অনিয়মের পরিমানও।
সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, প্রতিদিন রাত্রিকালীন মেঘনার পাড়ে একবার হলেও তিনি পরিদর্শন করেন এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করেন। এছাড়া তিনি আইন প্রশাসনের সহযোগিতা, বিভিন্ন ইউপির সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে খোঁজখবর নেন।
তিনি আরও জানান, যদি ভবিষ্যতে আবার অবৈধ বালি উত্তোলন ও অন্যান্য অনিয়মের অভিযোগ পান তাহলে জড়িত কাউকে ছাড় দিবে না। তিনি রায়পুরা উপজেলাবাসীর কল্যাণে কাজ করে যেতে চান। এজন্য সকলের সহযোগিতা কামনা করছেন।