শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

শিরোনাম: দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫    মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির    মৎস খাতে বাংলাদেশকে ১৭২ কোটি টাকার অনুদান দিচ্ছে জাপান     আইসিসির এলিট প্যানেলে যুক্ত হলেন আম্পায়ার সৈকত    জেনে নিন আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস    শুক্রবার নাগাদ আসতে পারে ভারতের পেঁয়াজ    বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
তিতাসে মাদকবিরোধী কর্মশালার মঞ্চে ইয়াবাসেবী ফরহাদ ফকির, প্রধান অতিথির বয়কট!
উৎপল দাস
প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২, ২:৩১ পিএম আপডেট: ২৭.০৬.২০২২ ৫:০২ পিএম | অনলাইন সংস্করণ

তিতাসে মাদকবিরোধী কর্মশালার মঞ্চে ইয়াবাসেবী ফরহাদ ফকির, প্রধান অতিথির বয়কট!

উৎপল দাস

কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসন কর্তৃকমাদকরিবোধী কর্মশালায় চিহিৃত ইয়াবা সেবনকারী এবং তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিরকে মঞ্চে বসানোর কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সেলিনা আহমাদ মেরী অনুষ্ঠান বয়কট করেছেন বলে জানা গেছে।  সোমবার চলমান এ কর্মশালায় চিহ্নিত ইয়াবাসেবী (গণমাধ্যমে প্রকাশিত) ফরহাদ আহমেদ ফকিরকে কিভাবে উপজেলা প্রসাশন মঞ্চে বসালো তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। 

একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীও মাদকসেবীকে মঞ্চে ঠাঁই দেয়ার কারণে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে থাকার কথা থাকলেও তিনি সেখানে যাননি।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,টি,এম মোর্শেদের সভাপতিত্বে কর্মশালায়  উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভুইয়া।



এদিকে, কর্মশালা চলাকালীন সময়ে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার মাদক ব্যাবসায়ী কলাকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য চম্পা রানীকে অনুষ্ঠান থেকে বের করে দিলেও মঞ্চে স্থান দিয়ে সম্মান দেওয়া হয় উপজেলা ভাইস চেয়ারম্যান মাদকসেবী ফরহাদ আহমেদ ফকিরকে।

উল্লেখ্য, গত ২০২০ সালের ১০ আগস্ট তিতাসে ছাত্রলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিরের মাদক সেবনের ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে সামাজিক মাধ্যমে তখন বিতর্ক শুরু হয়। এমনকি এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল তার উপজেলা পরিষদ নির্বাচনের অনিয়ম নিয়ে। তবে অভিযুক্ত ফরহাদ আহমেদ ফকির দাবি করেছিলেন, এগুলো ষড়যন্ত্র। 

সূত্র জানায়, ২০১৪ সাল থেকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন ফরহাদ হোসেন ফকির। পরবর্তীতে মাদক সেবনের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। গত বছর অক্টোবরে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তখন এ বিষয়ে অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির বলেছিলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। উপজেলায় আমার এন্টি পার্টি আছে, হয়তো তারা এ কাজ করেছে। বিষয়টি মিথ্যা, যারা ফেসবুকে লিখেছে, ডিলিট করানোর চেষ্টা করতেছি। নিউজ করবেন না, প্লিজ। আপনারা আমার ভাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]