
সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। সম্প্রতি, পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার আর আটকে পড়াদের উদ্ধারের জন্য বিআইডব্লিটিএ'র তিনটি জাহাজ এবং স্পীটবোড বরাদ করেছে সংস্থাটি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।
তিনি বলেন, 'নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে বন্যার্তদের জন্য এই সহায়তা আমরা পৌঁছে দিচ্ছি। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ কর্তৃক মো. আব্দুস সালাম, যুগ্ম-পরিচালনাকে আহ্বায়ক, মোহাম্মদ জসিম উদ্দিন, উপ-পরিচালক, মো. রেজাউল করিম, উপ-পরিচালক এবং মো. আক্তার হোসেন, সহ-সভাপতি, বিআইডব্লিটিএ সিবিএ'র সমন্বয়ে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এই যাত্রায় উপস্থিত আছেন মো. আব্দুস সালাম, যুগ্ম পরিচালক, নৌসওপ বিভাগ, মো. আকতার হোসেন, সহ-সভাপতি, বিআইডব্লিউটিএ সিবিএ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, বিআইডব্লিউটিএ সিবিএ, তুষার কান্তি বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক, বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ, মো. মাসুদ রানা, নির্বাহী সদস্য, বিআইডব্লিউটিএ সিবিএ, মো. জহির রানা, যুগ্ম সম্পাদক, বিআইডব্লিউটিএ সিবিএ, মো. রেজাউল করিম, উপ পরিচালক, সুব্রত রায়, সহকারী পরিচালক সহ এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সফরসঙ্গী হিসেবে উপস্থিত আছেন ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন। সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুজর্গত মানুষের সাহায্যে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। খাদ্যসামগ্রী নিয়ে জাহাজটি আজ বিকাল নাগাদ সুনামগঞ্জ পৌছার কথা রয়েছে।
বিআইডব্লিউটিএ'র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দ এবং কর্মচারীগণ বন্যা দুর্গতদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।