শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে: মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার
প্রকাশ: বুধবার, ১৮ মে, ২০২২, ১০:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

আজ থেকে ৪১ বছর আগে ১৯৮১ সালের ১৭ই মে আমাদের আজকের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রত্যাবর্তনে ফিরে এলেন। সেই জায়গা থেকে জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের ৪১ বছর পূর্ণ হলো। আজকের বাংলাদেশে আমরা যখন সারাদিন পর রাতে যখন শান্তিতে ঘুমাতে যায় তখন এইযে আমরা শান্তির ঘুমটা দিচ্ছি এটা সম্ভব হচ্ছে কারণ তিনি ফিরে এসেছিলেন বলেই। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ১৭ ১৭ইমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস একইভাবে গুরুত্ববহ।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৭০৮তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ,নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, সংগীত শিল্পী, সেক্টর কমান্ডরস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের কেন্দ্রীয় নারী কমিটির সাধারণ সম্পাদক, অধ্যাপক ইফফাত আরা নার্গিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, আজ থেকে ৪১ বছর আগে ১৯৮১ সালের ১৭ই মে আমাদের আজকের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রত্যাবর্তনে ফিরে এলেন। সেই জায়গা থেকে জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের ৪১ বছর পূর্ণ হলো। আওয়ামী লীগ কিন্তু এই উপমহাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের তিনি ৪১ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন এবং একটানা সতেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী, এর আগে তিনি আরও একবার প্রধানমন্ত্রী ছিলেন। এটি সত্যিকার অর্থে যেকোনো রাজনৈতিক লিডারশীপের জন্য ঈশ্বনীয় বিষয় এবং খুব রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিরল অর্জনের অধিকারী হতে পেরেছেন। তিনি যে শুধু এই বিরল অর্জনের অধিকারী হয়েছেন শুধু তাই নয়, বাংলাদেশের মানুষদেরকেও তিনি বিশাল অর্জনের অধিকারী করেছেন, বাংলাদেশের মানুষকে তিনি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। ১৯৮১ সালের ১৭ই মে যখন তিনি দেশে ফিরে আসলেন তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল বাংলাদেশের। তিনি এইযে তার ৪১ বছর রাজনীতিতে তাকে ১৯ বার হত্যা করার চেষ্টা হয়েছিল। এইযে একটা পাহাড়সম বাধা অতিক্রম করে তিনি আজকের অবস্থানে নিজেকে এবং বাংলাদেশকে নিয়ে এসেছেন সেখানে আজকে পর্যন্ত তার পিছনে বুলেট তাকে তাড়া করছে। সেখানে নিজের জীবনকে বাজি রাখে মানুষের মুক্তির সংগ্রামের জন্য সংগ্রাম করে যাচ্ছেন ৪১ বছর ধরে। সেই সংগ্রামের কারণে বাংলাদেশ আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।