পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, তার পরিবার ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোজাম্মেল হক, মো. মাহফুজুর রহমান, মো. রেজাউল হক, মো. মনির হোসেন, মো. মনিরুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. মুনিবুর রহমান, পরিতোষ ঘোষ, জয়দেব কুমার ভদ্র, কাজী জিয়াউদ্দিন, মো. গোলাম রউফ খান, মো. আসাদুজ্জামান, মো. মাহবুব আলম, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, শামীমা বেগম, সালমা বেগম, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতার সমাধি পরিদর্শন করেন।