পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট না খেলেই ফিরেছিলেন দেশে। ঘরের মাঠে শ্রীলঙ্কা সফরে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু এতে বাধা হয়েছে করোনা। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফেরেন সাকিব। এরপর তিনি করোনা পরীক্ষা করালে, পজিটিভ হন দেশের সবচেয়ে বড় তারকা।
আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে আজ (১৩ মে) সুখবরই দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। করোনামুক্ত হয়েছেন সাকিব। তবে চট্টগ্রামে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, সাকিব চট্টগ্রাম টেস্টে খেলতে চায়। সে আজই দলের সঙ্গে যোগ দেবে। সে শারীরিকভাবে সুস্থ আছে। করোনা পজিটিভ হওয়ার পর তাঁর কোনো উপসর্গ ছিল না। কাল সে অনুশীলন করবে। এরপর সিদ্ধান্ত হবে চট্টগ্রাম টেস্টে খেলার অবস্থায় সাকিব আছে কিনা।
সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে যাননি। নিয়েছিলেন ছুটি। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কেবল ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফেরেন পারিবারিক কারণে।
দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল গত ৮ মে বাংলাদেশে এসেছে। চট্টগ্রামে ১৫ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে।