বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০

শিরোনাম: একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন    ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত    বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা    কাতারের আমির ঢাকায় আসছেন এপ্রিলে    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত    ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় অষ্ট্রেলিয়া   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্পে সেবা নিলেন ৭২৩৪ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৬:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ৭ হাজার ২৩৪ জন রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ঔষধ নিয়েছেন।



শুক্রবার ২৫ মার্চ সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্বাচিপের সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের সমাপনী দিনের কর্মসূচি শুরু হয়। দুপুর দুটায় পর্যন্ত শেষ দিনে ৭১৯ জন রোগীকে এ হেলথ ক্যাম্প থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ প্রদানসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্পে সংশ্লিষ্ট সকল শ্রেণি পেশার মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, গোপালগঞ্জের প্রতিটি শ্রেণিপেশার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে চিকিৎসা নিতে আসা মানুষকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।গত সাত দিন ধরে তাদের স্কুল আমাদের ফ্রি হেলথ ক্যাম্পে  আমরা ব্যবহার করেছি। 

স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ আরো বলেন, গত সাতদিনে ১০ টি বুথে ৪৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক আগত রোগীদের সেবা দিয়েছেন।  বিগত দিনে ডেঙ্গু ও গত দু বছর করোনার মহামারীর সময়ে স্বাচিপের হাজার হাজার নেতাকর্মী জীবন বাজি রেখে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।
স্বাপিচের নেতাকর্মীর বিগত দিনের মতো সামনের দিনগুলোতে দেশের মানুষের পাশে কাজ করে যাবে।সর্বোপরি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত সকল কর্মসূচি পালন করতে প্রস্তুত রয়েছে স্বাচিপ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শনিবার (১৯ মার্চ) সকাল ১০ টায়  স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা এম ইকবাল আর্সলান ও মহাসচিব  অধ্যাপক ডা এমএ আজিজের উপস্থিতিতে প্রধান অতিথি হয়ে এ কর্মসূচির উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য শেখ ফজুলুল করিম সেলিম। এদিন বিভিন্ন বিভাগের দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪ শ ৯৩জন রোগী চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। দ্বিতীয় দিনে ৮শ ৮৯ জন রোগী সেবা নিয়েছেন। তৃতীয় দিনে সবচেয়ে বেশী সংখ্যক রোগী ১ হাজার ৬৪৩ জন রোগী সেবা নিয়েছেন। কর্মসূচির ৪র্থ দিনে ১ হাজার ১৪৮ জন রোগী সেবা নিয়েছেন।  সপ্তাহব্যাপী চলা এ কর্মসূচির ৫ম দিনে ১ হাজার ২২৫  জন রোগী সেবা নিয়েছেন। ষষ্ঠ দিনে ১হাজার ১১৮ জন রোগী সেবা নিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]