বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০

শিরোনাম: শুক্রবার নাগাদ আসতে পারে ভারতের পেঁয়াজ    বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের    বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের সর্বাত্মক প্রচেষ্টা    একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন    ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত    বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা    কাতারের আমির ঢাকায় আসছেন এপ্রিলে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঈদের দিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল ১১ জনের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জুলাই, ২০২১, ৮:৪৪ পিএম আপডেট: ২১.০৭.২০২১ ৮:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরের দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরে তিনজন, মেহেরপুরে তিনজন, কুমিল্লায় দুইজন, টাঙ্গাইলে একজন, ভোলায় একজন ও নাটোরে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) এসব ঘটনা ঘটেছে। বিস্তারিত স্থানীয় প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

রংপুর
রংপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২৯ জন।

বুধবার (২১ জুলাই) দুপুর দেড়টায় তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরুনবী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেরপুর
মেহেরপুরের মুজিবনগরে দুই মোটরসাইকেল ও স্যালোইঞ্জিন চালিত (নছিমন) ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়ার শাকিল হোসেন (১৮), একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম হোসেন (২০) ও গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুস্তাকিম হোসেন (২৫)। আহতরা হলেন, উমর ফারুক (২৯), রাকিবুল ইসলাম (২৩) ও শাকিল মিয়াকে (২৮) মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম এ বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর-মুজিবনগর সড়ক দিয়ে দুই মোটরসাইকেল ও একটি নছিমনের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

কুমিল্লা
কুমিল্লা সদর দক্ষিণে ঈদের দিনে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী লালবাগ এলাকায় এ ঘটে।

নিহতরা হলেন- সাজেদুল হক সাজু (৩০) ও তার মেয়ে খাদিজা আক্তার সাবা (৪)।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই আব্দুর রহিম বলেন, মোটরসাইকেলে থাকা দুইজনেই ঘটনাস্থলে নিহত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে।

ভোলা
ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুপুরে বাড়ি থেকে বের হয়ে সবুজবাগ এলাকায় রিকশায় করে বের হন। পরে একই এলাকার হাওলাদার বাড়ির দরজায় রিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাটোর
নাটোরের বড়াইগ্রামে গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেহের আলী মন্ডল (৪২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হন।

বুধবার বিকেলে উপজেলার কয়েন বাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, সম্ভবত চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইলে দুটি ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন।নিহত হেলপারের নাটোর জেলার আব্দুল মজিদ মিয়ার ছেলে আজাহার আলী (৩২)।  

বুধবার (২১ জুলাই) ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে গরু ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি বাসাইল উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।





ভোরের পাতা/কে 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  ঈদ   সড়ক দুর্ঘটনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]