প্রকাশ: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৯:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা মহানগরীতে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাশে দাড়াচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। চিকিৎসা সেবা বঞ্চিত মুমূর্ষু রোগীদের সন্ধান পেলেই অক্সিজেন সহ অন্যান্য জরুরি সরঞ্জামাদি নিয়ে ছুটে যাচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সদস্যরা। এ পর্যন্ত প্রায় অর্ধশত রোগীকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি।
পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্পূন্য নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত কোন মুমূর্ষু রোগীর অক্সিজেন প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে যথাসময়ে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ তাদের চালু করা ‘অক্সিজেন ব্যাংক’ থেকে অক্সিজেন সরবরাহ করবে বলে জানিয়েছেন সৈয়দ হুমায়ুন কবির।