বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০

শিরোনাম: একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন    ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত    বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা    কাতারের আমির ঢাকায় আসছেন এপ্রিলে    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত    ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় অষ্ট্রেলিয়া   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গবন্ধুর নামে তোশকের দোকান, জিয়ার নামে জিম!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুন, ২০২১, ১২:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি ‌‘সম্মান’ জানানোর অদ্ভুত নজির স্থাপন করেছেন দুই দলের দুই সমর্থক। আওয়ামী সমর্থক বঙ্গবন্ধুর নামে ম্যাট্রেসের দোকান খুলেছেন। আর জিয়ার নামে ব্যায়ামাগার চালাচ্ছেন বিএনপি সমর্থক।

দুইজনের দাবি, ম্যাট্রেসের দোকান ও জিম এই দুই নেতার প্রতি তাদের ভালবাসা। দুই দলের শীর্ষ নেতারাও বিষয়টি দেখেছেন ভিন্নভাবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন  বলেন, ‘বঙ্গবন্ধুর নাম কোথায় ব্যবহার করা যাবে তার একটা আইন আছে, তবে আইনের প্রয়োগ নেই। শুধু দোকানেই না, যেখানে সেখানে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করা ঠিক না।’

তিনি আরও বলেন, ‘আইন আছে জাতির পিতার ছবি কোথায় লাগাবে, ওনার নামে কী করা যাবে কী করা যাবে না তা আইনে উল্লেখ করা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এগুলোর প্রতি নজর দিয়ে কন্ট্রোল করা। আমাদের দলেরও উচিত যথাযথ কর্তৃপক্ষের  নজরে এনে এগুলোর প্রতি ব্যবস্থা নেওয়া।’

তিনি আরও বলেন, ‘আমাদের নজরে আসলে এগুলোর বিরুদ্ধে অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

একই প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘জিয়ার প্রতি ভালোবাসা থেকে হয়তো কেউ এরকম নাম দিয়েছে। এটা আমাদের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত না। এখানে জিয়ার নাম দিয়ে বেনিফিট নেওয়ার কিছু নেই।’ 

সরেজমিনে দেখা যায়, নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার ৫৫০, ডিটি রোডের একটি লেপ-তোশক বিক্রির দোকানের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ম্যাট্রেস। বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা থেকেই দোকানের এমন নামকরণ বলে জানান দোকানের অন্যতম স্বত্বাধিকারী সেলিম উদ্দিন। দোকানের নামকরণ তার চাচা রফিক সওদাগর করেছেন বলে জানান তিনি। 

সেলিম উদ্দিন বলেন, ‘আমার চাচা আওয়ামী লীগ করেন। বঙ্গবন্ধুকে খুবই ভালবাসেন তিনি। তাই দোকানের এই নাম রেখেছেন।’ 



যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য এই দোকানে বিশেষ ছাড় রয়েছে বলেও জানান সেলিম উদ্দিন।

অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ব্যায়ামাগার চালাচ্ছেন মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আশিকুর রহমান। তিনি নিজেকে কমল স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের প্রেসিডেন্ট বলেও দাবি করেন। 

নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার, কাজী নজরুল ইসলাম সড়কের কবিরাজ ভবনে এ ব্যায়ামাগার চলছে। নাম দেওয়া হয়েছে শহীদ জিয়া ইউনাইটেড জিম। জিয়ার প্রতি ভালবাসা দেখাতে ২০০১ সালে এই জিম খোলা হয় বলে জানান আশিক। বর্তমানে ৬০ সদস্যের এই জিম ছাত্রদল কর্মীদের জন্য ফ্রি বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিএনপি সমর্থন করি। শহীদ জিয়াকে ভালবাসি। তাই জিমের নাম শহীদ জিয়া ইউনাইটেড জিম। যারা ছাত্রদল করে তাদের জন্য এখানে জিম ফ্রি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]