বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১

শিরোনাম: পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী    কক্সবাজার জেলায় রোহিঙ্গা ভোটারদের তালিকা চান হাইকোর্ট    মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: কাদের    থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী    র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত    রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর    জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
একজন মানুষ মরে যায় কখন?
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ৯:৩৯ পিএম | অনলাইন সংস্করণ

একজন মানুষ মরে যায় কখন? সে যখন আশা হারায়। আশা নিয়ে আমাদের থাকতে হবে। একটি সত্য মনে রাখতে হবে, এই দেশের শতকরা ৯০ জন মানুষ বিএনপির পক্ষে আছে, যেখানেই যাবেন দেখবেন। আমরা জয়ী হবই। আমাদেরকে সামনের দিকে এগুতে হবে।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনে ‘জয়ী হব’ উল্লে­খ করে দলীয় নেতাকর্মীদের ‘আশাহত’ না হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই সভা হয়।

মির্জা ফখরুল বলেন, আমাদের মধ্যে অনেকে বলে- কী ভাই কিছু হবে? এটা যখনই মনে করবেন তখনই বুঝবেন যে, আপনি শেষ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা শ্লোগান দিচ্ছেন যে, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, আর তুমি যদি রুখে দাঁড়াও বাংলাদেশ।



নিজের মোবাইল টেলিফোন দেখিয়ে বিএনপি মহাসচিব বলেন, সময় নাই। আমি আপনাদের দেখাতে পারতাম যে, একজন রিকশাওয়ালা কী বলছে? একজন ঠেলা গাড়ি চালায় সে কী বলছে? গাইবান্দাতে একজন সবজি বিক্রি করে সে কী বলছে? এগুলো কোনো কিছু বানানো নয়, তাদের মনের কথাগুলো তারা বলছে যে, এই সরকার আমাদের কী দেখবে? নিজের দেখেই তো কুল-কিনারা পায় না। আমাদের তো দেখে না কেউ?

তিনি বলেন, সরকার আজকে হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করছে। অথচ এই যে মহাখালীতে সাততলা বস্তি পুড়ে গেল- তাদের জন্য কোনো প্রজেক্ট তৈরি করে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শুধু পদ-পদবির জন্য দৌড়াবেন না। কমিটি হয়ে গেল হারিয়ে যাবেন না। হারিয়ে যেন আমরা না যাই এবং এবার আমরা যেন সর্বশক্তি দিয়ে চেষ্টাটা করি। বাকি তো উনার (আল্লাহ) হাতে, সব উপরওয়ালার হাতে। আমরা বিশ্বাস করি যে, আমরা সঠিক পথে থাকলে, বিজয় আমাদের অনিবার্য।

ভোরের পাতা/পি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  একজন মানুষ   মরে যায়   কখন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]