প্রকাশ: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ১০:২৫ পিএম | অনলাইন সংস্করণ
তথ্যপ্রযুক্তি ভিত্তিক দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস- ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি৷
গত ২৩ ফেব্রুয়ারি ইউজিসি সদস্য ড. বিশ্বজিত চন্দের নেতৃত্বে কমিশনের পরিদর্শন কমিটি ঢাকার বারিধারা নয়ানগরে ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন৷
ওইদিন ইউজিসির চার সদস্য বিশিষ্ট কমিটি ইউআইটিএসের শিক্ষা কার্যক্রমসহ অন্য সকল কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন৷
ইউআইটিএসের অত্যাধুনিক সুবিধা সম্বলিত স্থায়ী ক্যাম্পাস অনুমোদন পাওয়ায় বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য ও সকল শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান৷
ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান জানান, ইউজিসির সকল নির্দেশনা মেনে দেশের হাতেগোনা যে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে ইউআইটিএস তার মধ্যে অন্যতম৷
ইউআইটিএসের এই উপদেষ্টা বলেন, দেশের ছেলেমেয়েরা তুলনামূলকভাবে যাতে কম খরচে উচ্চশিক্ষা লাভ করতে পারে সে জন্য ২০০৩ সালে ইউআইটিএস প্রতিষ্ঠা করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
ড. কেএম সাইফুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত, বিনয়ী ও কর্ম উদ্যোমী হিসেবে তৈরি করে প্রকৃত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইউআইটিএস যাত্রা শুরু করেছিল। প্রতিষ্ঠার পর প্রায় ১৬ হাজার গ্র্যাজুয়েট সফলতার সঙ্গে এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে দেশ-বিদেশে মর্যাদাপূর্ণ কর্মজীবনে রয়েছেন।