প্রকাশ: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ১:১৫ এএম আপডেট: ০৮.০৪.২০২১ ৩:২৭ এএম | অনলাইন সংস্করণ

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে প্রচারণা চালানোয় ওমর ফারুক নামে রাঙ্গামাটির স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (০৭ এপ্রিল) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুর উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক আল লিমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুককে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাংলাদেশ-সুইডেন পলিটেকনিকের সাবেক ছাত্র। তিনি বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
ভোরের পাতা/কে