সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন: ১৩ পদের বিপরীতে ৭৯ মনোনয়নপত্র সংগ্রহ
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬ মার্চ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য ১৩টি পদের বিপরীতে মোট ৭৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়। মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৪১ জনের। তন্মধ্যে সভাপতি পদে ৬ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ৪ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন এবং নির্বাহী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪১ জনের মনোনয়নপত্র জমা পড়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।