কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপির বিকাশ নাম্বারে অজ্ঞাত উৎস থেকে ঢুকছে হাজার হাজার টাকা।
অজ্ঞাত উৎস থেকে তার বিকাশ নাম্বারে এমন টাকার জোয়ারে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি।
এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে শেষপর্যন্ত তিনি বৃহস্পতিবার রাতে নিজ ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে এমন বিড়ম্বনার কথা জানিয়েছেন।
এর আগে বুধবার দুপুরে গণমাধ্যমের কাছে এমন উদ্ভট পরিস্থিতির কথা জানান তিনি।
নূর মোহাম্মদ বলেন, প্রতিদিন আমার বিকাশ নাম্বারে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি ও উৎস থেকে ১ হাজার ২ হাজার করে টাকা আসছে। এ টাকার পরিমাণ দিনে দিনেই ভারি হচ্ছে। অনেক চেষ্টা করেও ওই টাকা পাঠানো ব্যক্তি এবং উৎসের সন্ধান পাচ্ছি না। শেষ পর্যন্ত বিকাশ এবং টেলিকম কোম্পানির শরণাপন্ন হয়েছি। কিন্তু তারাও জানালেন- এ বিষয়ে বিস্তারিত জানাতে কয়েক দিন সময় লাগবে।
বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে জানতে না পারায় বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এ ঘটনার বিবরণ তুলে ধরে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানতে এবং ওই ব্যক্তিকে এমন ঘটনা থেকে বিরত থাকতে স্ট্যাটাস দেন।
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই সেই ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়ে উঠেছে।