বাংলাদেশে করোনা ভ্যাকসিনেশনের মিরাকেল হয়েছে: অধ্যাপক ড. শাহিনুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশে করোনা ভ্যাকসিনেশনের মিরাকেল হয়েছে: অধ্যাপক ড. শাহিনুর রহমান
করোনা মহামারি মোকাবেলায় সরকার শুরু থেকেই সকল পদক্ষেপ গ্রহণ করেছিল। জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, এবং চিকিৎসা সংক্রান্ত সকল সাপোর্টে শুরু থেকেই আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন যার সুফল এখন আমরা ভোগ করছি। এই সাফল্যের দুটি কারণের জন্য হয়েছে। একটি হচ্ছে করোনা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা ও সুনির্দিষ্ট পরিকল্পনা।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২৬১তম পর্বে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আলোচক হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন যুক্তরাজ্য স্টাডি সার্কেলের চেয়ারপার্সন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আজিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. শাহিনুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান, প্রগতিশীল শিক্ষক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (নীলদল) এর সভাপতি, লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. জাকারিয়া মিয়া। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, বাংলাদেশে করোনা ভ্যাকসিনেশন নিয়ে যে মিরাকেল হচ্ছে তা একমাত্র সম্ভব হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। করোনাভাইরাস মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নিয়েছেন নানান পদক্ষেপ। করোনা সংকট মোকাবিলায় দ্রুত বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনসহ আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদানের মাধ্যমে দেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের করোনাভাইরাস টিকাদান কর্মসূচি। এরপর থেকেই সারা বিশ্বে বাংলাদেশকে নিয়ে জয়জয়কার ধ্বনি চলছে। গত কয়েক মাসে কোভিড-১৯ মহামারি ছাড়াও সরকারকে কিছু প্রাকৃতিক বিপর্যয়েরও মুখোমুখি হতে হয়েছে। সরকার সময়মতো কার্যকর পদক্ষেপ নেয়ায় এ সকল চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করাও সম্ভব হয়েছে। দেশে বন্যা এবং নদীভাঙন খুব খারাপের দিকে মোড় নিয়েছিল। কিন্তু সরকারের সময়োচিত কিছু পদক্ষেপের কারণে এ সঙ্কট দক্ষতার সাথে মোকাবেলা করা হয়েছে। গণটিকা কার্যক্রমকে আরও সহজ করতে সরকার চালু করেছে 'সুরক্ষা অ্যাপ'। টিকা উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার অভয়বাণী, বলিষ্ঠ বক্তব্য এবং কোভিশিল্ড ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়হীন হওয়ায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাগ্রহণ করে টিকাদান কর্মসূচি সাফল্য অর্জন করছে।