শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

শিরোনাম: দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫    মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির    মৎস খাতে বাংলাদেশকে ১৭২ কোটি টাকার অনুদান দিচ্ছে জাপান     আইসিসির এলিট প্যানেলে যুক্ত হলেন আম্পায়ার সৈকত    জেনে নিন আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস    শুক্রবার নাগাদ আসতে পারে ভারতের পেঁয়াজ    বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ৬২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৬ এএম | অনলাইন সংস্করণ

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ৬২

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ৬২

ইকুয়েডরে পৃথক তিনটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬২ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন।

মঙ্গলবার সহিংস ঘটনার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর-আল জাজিরা

কারাগারে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যকার বিরোধের কারণেই গায়াকুইল, কুয়েঙ্কা ও লাতাকুঙ্গা শহরের তিন কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার রাতে দাঙ্গা শুরু হয় বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুক ও ছুরি হামলায় বন্দিরা নিহত হয়েছে।

ইকুয়েডরের জেল কর্তৃপক্ষের পরিচালক এডমন্ডো মনকায়ো জানান, অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে কারাগারের ভেতর দুইটি গ্রুপ সচেষ্ট ছিল। তাদের মধ্যকার সংঘর্ষে অন্তত ৬২ জন নিহত হয়েছে।

তিনি জানান, পরে ৮০০ বাড়তি পুলিশ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় কর্তৃপক্ষ।

দাঙ্গায় আহত বন্দিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।



পুলিশ জেনারেল কমান্ডার প্যাট্রিসিও ক্যারিলো টুইটবার্তায় বলেন, দাঙ্গায় সর্বোচ্চ নিরাপত্তাধারী বন্দিরাও জড়িত। এই মুহূর্তে সব কারাগার নিয়ন্ত্রণে রয়েছে।

কারাগারের বাইরে বন্দিদের স্বজনরা জড়ো হয়েছেন। সেখানে আসলে কী ঘটেছে এবং তাদের স্বজনরা কেমন আছেন তা জানার চেষ্টা করছেন তারা।

উল্লেখ্য, ইকুয়েডরের কারাগারগুলোতে প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যকার বিবাদ ও কারাগারে দাঙ্গার ঘটনা নতুন নয়। দেশটিতে মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। সূত্র: আল জাজিরা।

ভোরের পাতা/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  ইকুয়েডর   কারাগার   দাঙ্গা   কারাগারে দাঙ্গা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]