শিরোনাম: |
পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলায়’ রূপান্তরের প্রতিশ্রুতি মোদির
কলকাতা প্রতিনিধি
|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গ সবদিক দিয়ে পিছিয়ে পড়ছে অদূরদর্শী নেতৃত্বের কারণে। বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় এলে বাঙালির পুরনো 'গর্ব' ফিরিয়ে আনা হবে। পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলায়’ রূপান্তর করা হবে। কলকাতার অদূরে হুগলির সাহাগঞ্জে সোমবার (২২ ফেব্রুয়ারি) এক জনসভায় এসব কথা বলেন তিনি। মোদি বলেন, ভারতের স্বাধীনতার আগে দেশের অন্য রাজ্যের থেকে এগিয়ে ছিল বাংলা। কিন্তু যারা এতদিন বাংলায় রাজত্ব করেছে, তারা বাংলাকে দুর্দশার দিকে ঠেলে দিয়েছে। বাংলায় বিজেপি সরকার এলে বাঙালির পুরনো 'গর্ব' ফিরিয়ে আনা হবে।’ পশ্চিমবঙ্গে বিকাশে দেওয়াল তৈরি করেছে মমতার তৃণমূল সরকার উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন,‘বাংলার মানুষ এদের ক্ষমা করবে না। বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, '২১-এ বিজেপির সরকার এলে বাংলার মানুষ নিজের সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে বাঁচবে। কেউ ভয় দেখাতে পারবে না। বিজেপি সোনার বাংলা তৈরি করতে কাজ করবে, যার মধ্যে এখানকার সংস্কৃতি ও ইতাহাস আরো মজবুত হবে। এমন বাংলা যেখানে সবার উন্নতি হবে।' তিনি বলেন, 'আমার বিশ্বাস, আমরা একজোট হয়ে বাংলার কৃষক, শ্রমিক এবং যুবকদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারব আমরা।' ভোরের পাতা- এনই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |