শিরোনাম: |
কাদের মির্জা মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের নেতা : সোনাগাজীর চেয়ারম্যান
ফেনী প্রতিনিধি
|
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে মোটরসাইকেল চুরি সিন্ডেকেটের নেতা আখ্যায়িত করে ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেছেন, ‘সোনাগাজীতে যত মোটরসাইকেল চুরি হয়েছে তার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন মির্জা কাদের। চুরির সন্ধান করতে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।’ সোমবার (২২ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সীমান্তবর্তী ইয়াকুবপুর ইউনিয়নে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, ‘মির্জা কাদেরকে আর ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা কথার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তার আর পালানোর জায়গা থাকবে না। ফেনীর নেতাকর্মীরা তাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।’ একই সমাবেশে দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল করিব রতন বলেন, ‘মির্জা কাদের টেন্ডারবাজ ও কুলাঙ্গার। সে তার কাজের মেয়েকে মারধর করে। তার স্ত্রীকেও মারধর করে। শুধু তার মেয়ের গায়ে হাত তুলে না। সে বসুরহাটে বহু খুনের সাথে জড়িত।’ সমাবেশে আব্দুল কাদের মির্জাকে ‘তুই-তুকারি’ বলে সম্বোধন করেন তিনি। সমাবেশে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও আরো অনেকে। ভোরের পাতা- এনই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |