শিরোনাম: |
যেভাবে চালু করবেন মেসেজিং অ্যাপে অটো-রিপ্লাই
|
আপনি যখন ফোনের কাছে থাকবেন না সেই সময় নিজে থেকেই পূর্ব নির্ধারিত মেসেজ রিপ্লাই হয়ে যাবে। এর ফলে নির্দিষ্ট মানুষ মেসেজ করলেই অটো-রিপ্লাই হবে। অথবা মেসেজে নির্দিষ্ট কি-ওয়ার্ড মেসেজে থাকলেই অটো-রিপ্লাই হবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সিগন্যাল সহ অন্যান্য অ্যাপে অটো-রিপ্লাই চালু করার উপায় স্টেপ ১। গুগল প্লে স্টোরে গিয়ে অটো-রিপ্লাই বলে সার্চ করে নির্দিষ্ট মেসেজিং অ্যাপের জন্য অটো-রিপ্লাই অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করুন। স্টেপ ২। অ্যাপ ইন্সটল করার পর তা ওপেন করে নির্দিষ্ট পার্মিশন দিয়ে তা সেট আপ করে ফেলুন। স্টেপ ৩। এবার আপনি যে রিপ্লাইটি দিতে চান সেটি টাইপ করুন। স্টেপ ৪। সেভ করে ফেলুন। কিওয়ার্ড, কন্টাক্ট লিস্ট, গ্রুপ সহ বিভিন্ন উপায়ে অটো-রিপ্লাই সেট করতে পারবেন। ভোরের পাতা/কে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |