শিরোনাম: |
নাসিরের আরেক গার্লফ্রেন্ড মারিয়া মিম, বিয়ের প্রস্তাবে ‘না’!
নিজস্ব প্রতিবেদক
|
‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির আর বিমানবালা তামিমা তাম্মির বিয়ে নিয়ে শোরগোলের মধ্যেই বিতর্কে জড়ালেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। নাসিরের বিয়েতে তার সঙ্গে তোলা ছবি ফেসবুকে শেয়ারের পর বেরিয়ে এসেছে থলের বিড়াল। অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে ৮ বছর সংসার ভেঙে দিয়ে মারিয়া মিম বেশ কিছুদিন নাসিরের সঙ্গে লিভ টুগেদার করেন বলে জানিয়েছেন তার ঘণিষ্ঠ একটি সূত্র। মিমকে বিয়ের প্রস্তাবও নাকি দিয়েছিলেন নাসির। কিন্ত তাতে সায় দেননি মারিয়া মিম। তবে নাসিরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তিনি ধরে রাখেন। নাসিরের সঙ্গে জড়িয়ে মিমকে নিয়ে মুখরোচক নানা ঘটনা মিডিয়াতে চাউর হয়েছে। নাসিরের সঙ্গে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক থাকার কথা অবশ্য অস্বীকার করেছেন মারিয়া মিম। তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে আমি বিব্রত। নাসির আমার বন্ধু। তার সঙ্গে আমার সম্পর্ক স্রেফ বন্ধুত্বের। এর বাইরে অন্য কিছু না। তিনি বলেন, বন্ধু হিসেবেই নাসির আমাকে তার বিয়েতে দাওয়াত করেছিল। তার আমন্ত্রণ সায় দিয়ে সেখানে গিয়েছি। নাসিরের সঙ্গে বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। ওসব ফেসবুকে পোস্ট করার পর থেকেই যন্ত্রণায় পড়েছি। নানাজন নানা কথা বলে বেড়াচ্ছে, আমি নাকি নাসিরের প্রেমিকা ছিলাম। এটা ঠিক নয়। এ বিষয়ে ফেসবুকেও একটি পোস্ট লিখেছেন মারিয়া। তিনি জানান, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফ-এর কাহিনি সত্য না মিথ্যা তাতো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে?’ উল্লেখ্য, বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। অভিযোগ উঠেছে, আগের স্বামী মো. রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। এমনকি নাসির ও রাকিবের আগে তামিমার ছয় মাসের আরও একটি সংসার ছিল বলেও শোনা যাচ্ছে। গতকাল দিনভর এসব বিতর্কের পরও রাতেই বিবাহোত্তর সংবর্ধনা সারেন নাসির-তামিমা। ভোরের পাতা-এনই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |