শিরোনাম: |
মুন্সীগঞ্জে মুকুলে ঢাকা পড়েছে আম গাছ
মোঃ অমিত খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
|
![]() মুন্সীগঞ্জে মুকুলে ঢাকা পড়েছে আম গাছ লক্ষ্য করা গেছে, গাছে গাছে আমের মুকুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছির দল ছুঁটাছুঁটি করছে। তবে এখন মুকুল থেকে আমের গুটিও আসতে লক্ষ্য করা যাচ্ছে। অনেক গাছে মুকুল আসার অপেক্ষায় আছে। অপরদিকে মৌসুমী ফল সু-স্বাদু আমের বাজার ধরতে বাগান মালিকরা তাদের আম বাগানের পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, এই অ লের মানুষ আমের মুকুলকে অনেকেই আমের বোলও হিসেবে চিনেন। শ্রীনগর উপজেলায় গত বছর ৫০ হেক্টর জমিতে ছোট বড় প্রায় ২৫০টির মত বাগানে আমের চাষ করা হয়েছিল। এসব বাগান পরিচর্যায় চাষীদের জন্য বিগত সময়ে সরকারিভাবে (এডিপির আওতায়) কিছুটা সুযোগ-সুবিধা আসলেও এখন আর এসব সুবিধা আসেনা বললেই চলে। তারপরেও এখানকার অনেকেই নিজের উঁচু জমিতে বাণিজ্যিকভাবে আম চাষের জন্য উদ্যোগ নিচ্ছেন। উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, এখানে আম চাষে সরকারিভাবে কোনও সুবিধা না আসলেও বাগান মালিকদের এ চাষে পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন পোকা-মাকরের হাত থেকে রক্ষা পেতে মুকুরসহ গুটি আমের ছড়ায় ছত্রানাশক ও কীটনাশক পর্যায়ক্রমে ২-৩ বার করে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভোরের পাতা/এএম
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |