শনিবার ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: আমিরাত থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ    যেসব এলাকায় আজ ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না    চার বিভাগে নতুন করে ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি     গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা : ওবায়দুল কাদের    নতুন যুগের প্রতিশ্রুতি দিলেন পুতিন-শি জিনপিং    জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ : শেখ হাসিনা    ভোটকেন্দ্রের কাস্টিং ভোটের তথ্য ২ ঘণ্টা পরপর পাঠানোর নির্দেশ    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নোভাভ্যাক্সের টিকা যুক্তরাজ্যে ট্রায়ালে ৮৯% কার্যকর
সীমানা পেরিয়ে ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ৩০.০১.২০২১ ৩:১৩ এএম | প্রিন্ট সংস্করণ

নোভাভ্যাক্সের টিকা যুক্তরাজ্যে ট্রায়ালে ৮৯% কার্যকর

নোভাভ্যাক্সের টিকা যুক্তরাজ্যে ট্রায়ালে ৮৯% কার্যকর

নতুন একটি কোভিড-১৯ টিকা যুক্তরাজ্যে বড় পর্যায়ের ট্রায়ালে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে ।নোভাভ্যাক্সের এ ভ্যাকসিনটি প্রথম প্রতিষেধক হিসেবে যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধেও সফলতার প্রমাণ দিয়েছে বলে জানিয়েছেন বিবিসির মেডিকেল এডিটর ফার্গুশ ওয়ালশ।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টিকাটির ট্রায়ালের ফলকে ‘সুসংবাদ’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন এ ভ্যাকসিনের কার্যকারিতা খতিয়ে দেখবে।

দেশটি এরই মধ্যে টিকাটির ৬ কোটি ডোজের ক্রয়াদেশ দিয়ে রেখেছে বলে জানায় বিবিসি।ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এমএইচআরএ) জরুরি ব্যবহারের অনুমতি দিলে এ বছরের দ্বিতীয় ভাগে ডোজগুলো পাওয়া যেতে পারে, জানিয়েছে যুক্তরাজ্য সরকার।দেশটি এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার তিনটি কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারে অনুমতি দিয়েছে।নোভাভ্যাক্স জানিয়েছে, তাদের টিকাটির তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের যুক্তরাজ্য পর্বে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। এ ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের ১৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে; এদের ২৭ শতাংশেরই বয়স ৬৫-র বেশি।ট্রায়ালের দক্ষিণ আফ্রিকা পর্বে এইচআইভি নেই এমন ব্যক্তিদের ক্ষেত্রে টিকাটি ৬০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। নোভাভ্যাক্সের প্রধান নির্বাহী স্টান এর্ক যুক্তরাজ্যে ট্রায়ালের ফলকে ‘দুর্দান্ত’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, তারা এমনটাই প্রত্যাশা করছিলেন।
দক্ষিণ আফ্রিকায় পাওয়া কার্যকারিতাকে ‘সাধারণ মানুষের প্রত্যাশার চেয়েও ভালো’ বলেও অভিহিত করেছেন তিনি। এ পর্বের ট্রায়ালে ভ্যাকসিনটিকে দেশটিতে পাওয়া করোনাভাইরাসের অন্য ধরনের বিরুদ্ধে লড়তে হয়েছিল। স্টান এর্ক বলছেন, ইংল্যান্ডের ডারহামের স্টকটোনে টিকাটির উৎপাদন কেন্দ্র মার্চ-এপ্রিলের মধ্যেই চালু হয়ে যাবে; ততদিনে যুক্তরাজ্য ভ্যাকসিনটি জরুরি ব্যবহারে অনুমতি দেবে বলেও আশা তার।



‘খুবই ইতিবাচক সংবাদ; যদি ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পায় তাহলে নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি আমাদের টিকাদান কর্মসূচিকে আরও গতি দেবে এবং ভয়াবহ এই ভাইরাস মোকাবেলায় আমাদের ভান্ডারে আরেকটি অস্ত্র যুক্ত করবে,’ বলেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি নোভাভ্যাক্সের এই টিকাটি ভারতের সেরাম ইনস্টিটিউটেও উৎপাদিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে গতবছরের অগাস্টে দুইপক্ষের মধ্যে একটি চুক্তিও হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]