বেড়েছে টেলিগ্রাম, সিগনালের মতো মেসেজিং অ্যাপগুলোর চাহিদা। অ্যাপগুলোর ব্যবহারকারীরা হয়তো অনেক নতুন ফিচার সম্পর্কে এখনো তেমন জানেন না। আর এসব অ্যাপ ব্যবহারকারীর জন্য আরো সহজ করতেই পাঠকদের জন্য আজ থাকছে টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠানো উপায়।
যা যা প্রয়োজন:
১) একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন
২) স্মার্টফোনে টেলিগ্রামের লেটেস্ট ভার্সন ইন্সটল
৩) টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠানোর পদ্ধতি
পদ্ধতি:
১) স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে টেলিগ্রাম ওপেন করুন।
২) যাকে সাইলেন্ট মেসেজ পাঠাবেন তার চ্যাট উইন্ডো ওপেন করুন।
৩) এরপরে মেসেজ টাইপ করুন।
৪) মেসেজ টাইপিং শেষ হলে এবার সেন্ড বাটনে প্রেস করে ৩ সেকেন্ড হোল্ড করে থাকুন।
৫) এখানে দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে মেসেজ শিডিউল করা যাবে। দ্বিতীয় অপশনে আওয়াজ ছাড়াই মেসেজ পাঠানো যাবে। দ্বিতীয় অপশন সিলেক্ট করুন।