শিরোনাম: |
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে শেখ হাসিনার সরকার: ড. সিদ্দিকুর রহমান
সিনিয়র প্রতিবেদক
|
![]() বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে শেখ হাসিনার সরকার: ড. সিদ্দিকুর রহমান দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২২৯তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। রবিবার (২৪ জানুয়ারি) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ। দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২২৭তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রথমেই আমি ভোরের পাতাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এতো সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশে যে উন্নয়ন বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে তা সুন্দর করে তুলে ধরা হচ্ছে ভোরের পাতা সংলাপের মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি দেশ দিয়ে গিয়েছেন। তিনি সহ তার পুরো পরিবারের সদস্যদেরকে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে হত্যা করার পরে বাংলাদেশ ২৬ বছর পিছিয়ে যায়। আজকে আমরা উপলব্ধি করতে পারছি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে কিন্তু এই অর্জনটা সেই ২৬ বছরের সময় অর্জন করতে পারতাম। সেই ২৬ বছরে আমরা হাজার হাজার নেতা কর্মী হারিয়েছি। গত ১২ বছরে দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দারিদ্র্য কমেছে বহুলাংশে, বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা, খালি পায়ে মানুষ দেখা যায় না। ১২ বছর আগে আমরা বলতাম ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ বিনির্মাণ করব। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ইতোমধ্যে ক্ষুধাকে জয় করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ প্রায়, স্বল্পোন্নত থেকে উন্নীত মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়েছেন এবং তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে গত ১২ বছরে যে অবস্থানে এনে দিয়েছেন বিশেষ করে এই করোনার মধ্যেও এর গতি থামাতে দেননি। এই অগ্রগতিটাকে চলন্ত রাখতে হলে আমার আপনার সহ সকলের দায়িত্ব যে তার হাতকে আরও শক্তিশালী করা। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা ছাত্রলীগ করি, আমরা যারা স্বেচ্ছাসেবক লীগ করি, আমরা যারা কৃষক লীগ করি, আমরা যারা যুবলীগ করি তাদের সবার দায়িত্ব যে ১৯৭৫ সালের পরে বাংলাদেশে যে সময়টা এসেছিল তা যেন কোনভাবেই আবার ফিরে না আসতে পারে তা খেয়াল রাখা। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়ন সাফল্য প্রমাণ করেছে যে বলিষ্ঠ নেতৃত্ব, সঠিক পরিকল্পনা কৌশল ও নিবেদিত প্রচেষ্টায় দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত, বলিষ্ঠ ও অবিচল নীতি-নেতৃত্বে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিকল্পিত উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজকে আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা গৃহহীনদের ঘর দিয়ে, আশ্রয়ের ব্যবস্থা করে। তাঁর কারণেই অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |