শিরোনাম: |
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রাখতে হবে: মনিরুজ্জামান মনির
সিনিয়র প্রতিবেদক
|
![]() শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রাখতে হবে: মনিরুজ্জামান মনির দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২২৩তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। সোমবার (১৮ জানুয়ারি) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য এবং সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার খান (পিনু)। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ। মনিরুজ্জামান মনির বলেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে মহামানবের অবদানে আজ আমারা লাল সবুজের পতাকা নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করা দাড়িয়ে আছি, স্মরণ করছি তার সাথে ১৫ই আগস্টের সেই কালো রাতে তার পরিবারের যেসব সদস্যরা শাহাদাৎ বরণ করেছিলেন। আজকের এই বাংলাদেশ যে দীর্ঘ যুদ্ধের পরে যে কাঙ্ক্ষিত জয় লাভ করেছে তার পিছনে দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট এর কারণেই আমি কাঙ্ক্ষিত দেশ পেয়েছি ও স্বাধীনতা লাভ করেছি। কিন্তু আমাদের যে আদর্শের যে রাজনীতি বিচ্যুতি ঘটেছে তা হয়েছে সেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে। ১৯৭০ সালের নির্বাচনে এই বাংলাদেশের মূল কাঠামো কি হবে, আমার বাংলাদেশের মূলনীতি কি হবে তা কিন্তু তিনি করে দিয়ে গিয়েছিলেন। সমাজ তন্ত্র, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা। এই চারটা মূল নীতিকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের মানুষের জীবন ব্যবস্থা কি হবে, এর চিন্তা করেই তিনি ১৯৭২ সালে একটি আধুনিক সংবিধান তৈরি করেছিলেন। কিন্তু এই সংবিধানকে ভূলুণ্ঠিত করে আমাদেরকে স্বাধীনতার মূল চেতনা থেকে দূরে ফেলে দিয়েছিল সামরিক জান্তারা। ৬ দফা প্রণয়নকারী সেই মহামানবকে হত্যার পর ২১ বছর দেশ শাসন করেছে পাকিস্তানপন্থীরা।পাকিস্তান প্রেমীদের দেশ শাসনের ২১ বছর বাংলাদেশের অন্ধকার যুগ। শেখ হাসিনা দেশে ফিরে এসে আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্ব গ্রহণ করার পর থেকে রাজনৈতিক মানুষের আকার বদলাতে শুরু করে। শেখ হাসিনা রাজনীতিতে আসার পরই রাজনীতি আবার সাধারণ মানুষের কাছে ফিরে আসতে শুরু করে। এর পরে যখন ১৯৯৬ সালের ভোটের লড়াইয়ের মাধ্যমে আমাদের জননেত্রী প্রথম ক্ষমতায় আসলেন তখন থেকেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক ও উন্নয়নের পথে ফিরে আসে। করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত, সেই ঢেউ বাংলাদেশেও লেগেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় এ পর্যন্ত অনেক গুলো নির্দেশনা দিয়েছেন যার ফলে আজ আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি। করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবন এবং অর্থনীতিকে বাঁচাতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি সার্বক্ষণিক সবকিছুর খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |