শিরোনাম: |
স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী-সন্তান!
প্রতিনিধি, সিরাজগঞ্জ
|
![]() স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী-সন্তান! এমন সংবাদ শুনে এক নিমেষেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের উপর। প্রিয় স্বামীকে হারিয়ে পাথর হয়ে গেছেন স্ত্রী হাসি খাতুন। বাকরুদ্ধ হয়ে পড়েছেন ছেলে একরামুল হাসান হৃদয় ও মেয়ে তাহিদা জাহান তিজা। হাসি তার স্বামী হারিয়ে এবং সন্তানরা বাবা হারিয়ে শোকের সাগরে ভাসছেন। এদিকে, এমন মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন না নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। এ হত্যাকান্ডের ঘটনায় গতকাল রোববার দুপুরের পর নিহত তরিকুলের ছেলে একরামুল হাসান হৃদয় বাদি হয়ে পরাজিত কাউন্সিলর প্রার্থী সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার বাসিন্দা ও ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২জনের নাম উল্লেখপূর্বক ৪০/৫০ অজ্ঞাত ব্যক্তির নামে একটি অভিযোগ দাখিল করেছে বলে নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সদর থানার ডিউটি অফিসার এসআই শাহিন জানান, অভিযোগটি পেয়েছি। ওসি সাহেব বাইরে আছেন। তিনি এসে অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |