নারায়ণগঞ্জে সড়কে ঝরল দুই স্বেচ্ছাসেবকলীগ নেতার প্রাণ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ১১:৩২ পিএম | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জে সড়কে ঝরল দুই স্বেচ্ছাসেবকলীগ নেতার প্রাণ
একটি কাভার্ডভ্যানের চাপায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোবারক হোসেন ও সহসভাপতি করিম হোসেন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে ভুলতা আসার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নরসিংদীগামী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও স্থানীয় মর্তুজাবাদ এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে মোবারক হোসেন ও সোনাব এলাকার আব্দুর রহমান মাতব্বরের ছেলে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি করিম হোসেন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ দুর্ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ আটক করেছে।