জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
সীমানা পেরিয়ে ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ৮:৫৪ পিএম | অনলাইন সংস্করণ

জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। জাতিসংঘ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার দেশটির মধ্যাঞ্চল টিম্বাকটুর বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।
আগ থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হয়। একইসময় অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি চালায়।
তবে কারা এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। তবে ওই অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।