ময়মনসিংহ ডিবি’র অভিযানে অটোরিক্সা চোর ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
চোরাই অটোরিক্সা ও হেরোইন উদ্ধার
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ৮:১৫ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ ডিবি’র অভিযানে অটোরিক্সা চোর ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
ময়মনসিংহ নগরির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০২অটোরিক্সা চোর ও ০২ মাদক ব্যবসায়ীসহ ৪জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার রাতে কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস থেকে ০১টি চোরাই অটোসহ হুমায়ুন ওরফে সুমন (২৭), আশরাফুল (২৬) নামের দুই অটোচোরকে গ্রেফতার করা হয়।
জেলার ফুলবাড়িয়া থেকে ১০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম(৩৯), কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ থেকে ০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী অজয় কুমার দেবনাথ (৩০)কে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান এসব পৃথক গ্রেফতার ও উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি’র এস আই জাকির হোসেন’ এস আই দেবাশীষ শাহা’ এস আই আলাউদ্দিন বাদল।