ময়মনসিংহে র্যাবের অভিযানে ৪০কেজি ওজনের কষ্টি পাথরসহ গ্রেফতার ৭
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ৩:৩৬ এএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহে র্যাবের অভিযানে ৪০কেজি ওজনের কষ্টি পাথরসহ গ্রেফতার ৭
ময়মনসিংহ নগরির একটি জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের কষ্টিপাথরসহ সাত চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
বুধবার ১৩ জানুয়ারি দুপুরে র্যাব-১৪ ব্যাটালিয়ন সদর কমপ্লেক্সে অনুষ্ঠিতত প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।
র্যাবের হাতে আটককৃতরা হচ্ছেন - মো. রতন (৪০), প্রদীপ মজুমদার (৬৬), শেখ শামসুল আলম (৪৬), মোহাম্মদ শহীদুল্লাহ (৫৯), নিমন রানা (৩০), আলাউদ্দিন (৭০), নজরুল ইসলাম মিন্টু (৪৯)।
লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে নগরির শিববাড়ি রানা জুয়েলার্স থেকে ওই সাত চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি ওজনের কষ্টিপাথর ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র্যাব-১৪'র অধিনায়ক আরও বলেন, আটককৃতরা কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য।