অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ কল্লিগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিয়া বেগম উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধ্যার দিয়া গ্রামের জামাল খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডালিয়া বেগম দুই সন্তান ও স্বামীসহ অটোরিকশায় করে পাটাভোগ গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি কল্লিগাঁও সড়কে পৌঁছালে ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে ফাঁস লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ডালিয়ার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।