শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৬ পৌষ ১৪৩১

শিরোনাম: জাহাজ থেকে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ভারতে ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা   সাবেক সচিব ইসমাইল হোসেন দুইদিনের রিমান্ডে   অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছি: ড. কামাল হোসেন   আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য   গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ   টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রোহিত-কোহলিকে আউট করে ‘গালি’ খাচ্ছেন হাসান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫২ পিএম | অনলাইন সংস্করণ

ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ফিল্ডিং করতে চেয়েছিলেন বাংলাদেশ-ভারত দুই দলের অধিনায়ক। তবে ভাগ্য ছিল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুকূলে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে একটুও দেরি করেননি তিনি। সেই সিদ্ধান্তকে দুর্দান্তভাবে কাজে লাগান বাংলাদেশের ফাস্ট বোলাররা। বিশেষ করে হাসান মাহমুদ।

ডান হাতি এ ফাস্ট বোলারের গতির ঝড়ে সাজঘরে ফিরেছেন ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি। সেরা ব্যাটারদের হারিয়ে ব্যাটফুটে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের প্রথম শিকার হন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সাবধানী শুরুর পরও একবার আম্পায়ার্স কলে এলবিডব্লু হওয়া থেকে বেঁচে যান তিনি। তবে ষষ্ঠ ওভারে উইকেটের পেছনে শান্তকে ক্যাচ দেন রোহিত (১০ বলে ৬)।

শুভমন গিলের আউটের ধরনটা একটু অদ্ভুত। তার পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। সেই বল খেলার চেষ্টা করেন তিনি। তবে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে। ৮ বলে ০ রানে আউট হন গিল।

হাসান মাহমুদের তৃতীয় শিকার কোহলি। স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি (৬ বলে ৬ রান)। এতে ক্ষেপেছেন ভারতীয় সমর্থকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাসান মাহমুদের সর্বশেষ পোস্ট, ৫ সেপ্টেম্বরের। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা ট্রফি নিয়ে তোলা ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, কমেন্টে অভিনন্দন জানিয়ে ছিলেন হাসানকে।

তবে রোহিতকে আউট করার পর, ভারতীয় সমর্থকেরা হুমড়ি থেকে পড়েন সেই পোস্টে। দুই সপ্তাহের আগের সেই পোস্টে গালাগাল করতে থাকে তারা। বাংলাদেশি এক সমর্থকের পাল্টা জবাব, উসকে দেয় আরও।

সেই পোস্টে কমেন্টে হাজির কোহলির ভক্তরাও। ক্ষোভ প্রকাশ করতে থাকেন ভারতীয় সমর্থকরা। তাদের প্রশ্ন ভারতে এসে রোহিত-কোহলিকে আউট করার সাহস হাসান মাহমুদ কোথায় পেয়েছেন?

এর মধ্যে ব্যতিক্রমও দেখা যায়। ভারতীয় এক সমর্থক অন্য ভক্তদের মনে করিয়ে দেন, হাসান নিজ দেশের হয়ে খেলছেন। নিজ দেশের হয়ে ভালো করায় কাউকে গালি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ভারতীয় সেই ভক্ত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]