প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম আপডেট: ১১.০৯.২০২৪ ৭:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার শুরু হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা।
দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহ না যেতেই দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যার আঘাত সামলাতে হয় অন্তর্বর্তী সরকারকে। এর মধ্যে ২৫ আগস্ট দ্বিতীয় দফায় জাতির উদ্দেশে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস।
ওই ভাষণে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ ১৫ বছরের ‘গণতন্ত্রহীনতায়’ দেশের যে পরিস্থিতি হয়েছিল, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ গ্রহণে তার সরকার প্রস্তুত। ছাত্র-জনতার অভ্যুত্থানের ফল ধরে রাখতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এবং ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
ক্ষমতায় আসার পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর দুই সপ্তাহ পরে আবারও জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তিনি।
শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক মাসপূর্তিতে গত ৫ সেপ্টেম্বর দেশবাসীকে লিখিতভাবে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি।